বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সাথে মতবিনিময় সভা করেছে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, পূবাইল থানা ও গাছা থানা) সংসদীয় এলাকার জাতীয়তাবাদী মহিলা দল।
শনিবার সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন গোলাপ মঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকার বলেন, দেশ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য, তারা সমাজের ভিত্তি এবং তাদের ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। তিনি বলেন, একজন আদর্শ মা-ই সন্তানের প্রথম শিক্ষক, মা সৎ হলে সন্তানও সৎ হয়, মা দ্বীনদার হলে সন্তানও দ্বীনদার হয়। তাই জাতির কল্যাণ, সমাজে সুনাগরিক সৃষ্টি ও সুখী পরিবার গড়তে নারীর ভূমিকা অপরিহার্য।
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনার সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসনা হেনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের শ্রম বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, গাছা থানা মহিলা দলের সভানেত্রী সালেহা বেগম, মহানগর মহিলা দলের নেত্রী আমিরুন নেছা, হালিমা বেগম, মোর্শেদা বেগম, মমতাজ বেগম, ইয়াসমিন বেগম, জানু বেগম প্রমুখ। এর আগে পবিত্র কুরআন থেকে মহিলা দল নেত্রী রূপা বেগম তিলাওয়াত করেন।
সভায় উপস্থিত মহিলা নেত্রীরা বলেন, হাসান উদ্দিন সরকার টঙ্গী তথা গাজীপুরের উন্নয়নের রূপকার। তিনি দুইবার টঙ্গী পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়নের সূচনা করেছিলেন। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা বলেন, হাসান উদ্দিন সরকার গাজীপুরে ঝোপঝাড় পরিষ্কার করে শিয়াল তাড়িয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন, অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিল্প নগরীকে শিক্ষা নগরীতে রূপান্তর করেছেন। তাই গাজীপুর-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একমাত্র যোগ্য প্রার্থী তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী বাবর আলী, আতিকুর রহমান আতিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের মহানগর আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।