শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী মাস্টারবাড়ী এলাকায় কয়েকশ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে থমকে যায় যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে করে মাস্টারবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। হাফ ভাড়া দিতে চাইলে হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের হেলপার চলন্ত গাড়ি থেকে সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাস্তায় ছিটকে পড়া সিয়ামের ওপর দিয়ে পেছনের চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। সিয়ামের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা বিচার দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা একটি বাস ভাঙচুর করেন। অবরোধ চলাকালে তারা বলেন, “এটি দুর্ঘটনা নয়, সরাসরি হত্যা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ওসি, মেহেদী হাসান জানান, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। শিক্ষার্থীদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।