যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণসহ দীর্ঘদিনের ১০টি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে গাজীপুরের ঐতিহ্যবাহী জয়দেবপুর বাজারের ব্যবসায়ীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বাজার এলাকার কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন। কর্মসূচি থেকে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পরিষদ, সদর থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
ব্যবসায়ীরা জানান, জয়দেবপুর বাজার গাজীপুরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হলেও যানজট, ফুটপাত দখল, জলাবদ্ধতা, অপর্যাপ্ত নিরাপত্তা ও নাগরিক সুবিধার অভাবে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতেই বাজারের অলিগলি পানিতে তলিয়ে যায়, ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই চরম ভোগান্তির শিকার হন।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা বলেন, যানজট ও ফুটপাত দখল এই বাজারের সবচেয়ে বড় সমস্যা। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তিনি বলেন, বাজারের শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীরাও নিজেদের উদ্যোগ নিচ্ছেন, তবে প্রশাসনের সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন খান জানান, ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার, ড্রেনেজ উন্নয়ন, বাজারের প্রবেশ ও বাহির পথে যানজট নিরসন, সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুপেয় পানির ব্যবস্থা, পার্কিং সুবিধা চালু, ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন এবং দরিদ্র দোকান কর্মচারীদের জন্য আর্থিক সহায়তা তহবিল গঠন।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, জয়দেবপুর বাজার নগরীর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। ব্যবসায়ীদের দাবিগুলো যৌক্তিক ও সময়োপযোগী। তিনি জানান, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অগ্রাধিকারভুক্ত বিষয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে যানজট নিরসন, ফুটপাত ব্যবস্থাপনা ও পার্কিং সুবিধা নিশ্চিত, পানির উৎস বাজারের পুকুর পুনরুদ্ধার করে খনন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, জয়দেবপুর বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম অগ্রাধিকার। যানজট, ফুটপাত দখল, চুরি ও ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে এবং নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একটি সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারের ফুটপাতে যে সব অবৈধ দোকান বসানো হয়, সেগুলোর অনেক ক্ষেত্রে দোকান মালিকরাই নিজেদের দোকানের সামনে এসব দোকান বসতে দেন। সূত্রের দাবি অনুযায়ী, এসব অবৈধ দোকান থেকে প্রতিদিন যে ভাড়া আদায় করা হয়, তা দোকান মালিক ও বাজার কমিটির একটি অংশের মধ্যে ভাগাভাগি হয়-এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বাজার এলাকায় ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ফুটপাত দখল ও অবৈধ বাণিজ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, জয়দেবপুর বাজার গাজীপুর নগরীর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই বাজারকে যানজটমুক্ত, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও অনিয়ম বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ব্যবসায়ী প্রতিনিধি, সিটি কর্পোরেশন, পুলিশ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবাই দায়িত্বশীল ভূমিকা রাখলে জয়দেবপুর বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব বাজারে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ বাস্তবায়িত হলে জয়দেবপুর বাজারকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাজারে রূপান্তর করা সম্ভব হবে।