রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-১ নির্বাচনী এলাকায় সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ৯নং ওয়ার্ডের এলাকাবাসী। ৭ সেপ্টেম্বর রোববার রংপুর নগরীর কাচারি বাজার এলাকায় ডিসি অফিসের সামনে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলার ডেপুটি কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান কর াহয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯নং ওয়ার্ড রংপুর সদর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর করে জনগণের সাথে চরম অবিচার করা হয়েছে। এ আদেশ বাতিল করা না হলে দাবি আদায়ে আন্দোলন চলমান থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, কবি নূর হাবীব স্বপন, নুরুন্নবী মিয়া, আব্দুর রহিম বাবলু, মাঈদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান, সংসদীয় আসন রক্ষা কমিটির সদস্য সচিব আলমগীর কবির শাহীন এবং আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের মানুষ। মানববন্ধন সমাবেশে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী বলেন, “৯নং ওয়ার্ড ঐতিহাসিক ভাবেই রংপুর-৩ সদর আসনের অন্তর্ভুক্ত। জনগণের মতামত ছাড়াই এটি রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে।

এ সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে এ গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় এলাকাবাসী অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন।