রংপুর অফিস : বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের ৫০ ভাগ বাড়ি ভাড়া, ১০০ ভাগ বোনাস, ১৫’শ টাকা চিকিৎসা ভাতা এবং নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরি এমপিও ভুক্ত করনের দাবি আদায়ের লক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের রংপুর মহানগর শাখা সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা।

লালমনিরহাট

বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখা। সম্প্রতি শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এর সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা।

মানববন্ধনে অংশ নেন সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শতাধিক শিক্ষক। তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার সংরক্ষণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব যাদের কাঁধে। সেই শিক্ষকদের জীবন-জীবিকা আজ সংকটাপন্ন। তাঁরা অবিলম্বে শিক্ষক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

নওগাঁ : এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরি এমপিও ভুক্ত করণ ও শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল দ্রুত পরিশোধের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। শনিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ চন্ডিপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।

মেহেরপুর সংবাদদাতা : বে-সরকারি এমপিও ভুক্ত স্কুল কারিগরি মাদরাসা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বেতন বোনাস ও চিকিৎসা ভাতা পরিষদের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন । শনিবার বেলা ১১ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আমিন ইসলাম (বকুল)

ইন্দুরকানী (পিরোজপুর) : শতভাগ উৎসব ভাতাসহ ৬ দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা।

জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে ‘শিক্ষক বাঁচলে বাঁচবে দেশ’ আলোচ্য প্রতিপাদ্য নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে আদর্শ শিক্ষক ফেডারেশন এর পিরোজপুর জেলা সহ সভাপতি ও নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওঃ শওকত আলী, মোঃ আনসারুজ্জামান হালিম,মোঃ আব্দুল কাদের, মোঃ জুলফিকার আলী, মাওঃ মোঃ নূরুল ইসলাম, মাওঃ মুহাঃ মহিউদ্দীন খান, মাওঃ মুহাঃ জামাল উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

গাইবান্ধা : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে গতকাল শনিবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী থেকে একটি মিছিল বের হয়। মিছিল টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মাজেদুর রহমান।

সিলেট : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ফেডারেশনের সিলেট জেলা শাখা সভাপতি প্রফেসর ড. মো: হাসমত উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা পাটওয়ারীর সঞ্চালনায় নগরীর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা শাখার অন্যতম উপদেষ্টা মাস্টার নুরুল ইসলাম, সহ- সভাপতি মাস্টার আবুল খায়ের, জেলা সহ-সেক্রেটারি একেএম আব্দুল আহাদ, পেশাজীবি নেতা মো. সেলিম উদ্দিন, মো. সাইফুল ইসলাম রাজু, মো. হোসাইন আহমদ, মো. হাবিবুর রহমান, মো. শাব্বির আহমদ, মো. ওমর ফারুক প্রমূখ। সভায় বক্তারা বলেন বেসরকারি সকল পর্যায়ের শিক্ষকগণ আজ নূন্যতম প্রয়োজন মেটাতেও হিমশিম খা”েছন। তারা সকল পর্যায়ের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের কেন্দ্রঘোষিত দাবীগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অন্তবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

ফেনী

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও ফেনী শাহীন একাডেমীর উপাধ্যক্ষ জসীম উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম একরামুল হক ভূঁইয়া, জেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক একেএম আবদুর রহীম।আরো বক্তব্য রাখেন, ফুলগাজী উপজেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবুল কাসেম, আনোয়ারুল হক প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।

মাদারীপুর : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে মাদারিপুর জেলা শাখায় এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় স্থানীয় পৌরসভা কমিউনিটি সেন্টারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল ফেডারেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক আজমল হোসাইন, তিনি বলেন সরকার শিক্ষকদের নিয়ে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের নিয়ে একটি লুকোচুরি খেলছেন।শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ানোর কথা বললেও তা বাস্তবায়ন করেননি। আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অনতিবিলম্বে শিক্ষকদের যথাযথ দাবিগুলো মেনে নিন। অন্যথায় রাজপথ হবে আমাদের অধিকার আদায়ের একমাত্র পথ।