টানা তিন দিনের বৃষ্টির পর ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিনাজপুরের হিলি ও আশপাশের অঞ্চল। সকাল থেকে বৃষ্টি নয়, যেন কুয়াশাই ঝরছে টুপটাপ করে। ফলে সব ধরনের যানবাহন বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে দেখা যায়, সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোটা হিলি এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। রাস্তার দুই পাশ প্রায় অদৃশ্য হয়ে যায় ঘন সাদা চাদরের নিচে।

ট্রাকচালক আরাফাত রহমান বলেন, “রাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে। কিছু দেখা যায় না, তাই ধীরে ধীরে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে। সময়মতো পৌঁছাতে না পারলে ট্রাকে থাকা কাঁচা মাল নষ্ট হয়ে যেতে পারে।”

একজন অটোরিকশাচালক জানান, “সকালে কুয়াশা এত ঘন ছিল যে মানুষ রাস্তায় বের হয়নি। হালকা ঠান্ডাও পড়েছে। সকাল ৮টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি।”

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় দেড় ডিগ্রি কম।

তিনি বলেন, “বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী দুই থেকে তিন দিন সকালবেলা কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে। তবে পরবর্তী ৫ থেকে ৭ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।”