হাইওয়ে পুলিশ রংপুররিজিয়নের বিশেষ মাদক বিরোধী অভিযানে ২’শ বোতল ফেন্সিডিলসহ বহনকারী একটি পিকআপ এবং একজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যারেজের উত্তরপাড় থেকে ২’শ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপসহ একজন কে আটক করেছে।
এ প্রসঙ্গে রংপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ সীমান্তবর্তী থানা সমূহে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করবে এবং প্রয়োজন অনুযায়ী রাতে চেকপোস্ট স্থাপন করবে।