খুলনার আলোচিত দৌলতপুর মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লার হত্যা মামলার সন্দিগ্ধ আসামী কাজী রায়হান (২৬) কে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রোববার দুপুরে খুলনা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত-৪’ আসামীকে হাজির করে ভিডিও ফুটেজ, আলামত, গুলীর পর রগ কেটে দেওয়াসহ খুনের প্রকৃত রহস্য উৎঘটনে নানা বিষয়কে সামনে রেখে সুষ্ঠু তদন্তের লক্ষ্য গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক মো. ফরিদুজ্জামান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপশহর ও খুলনা জেলার পাইকগাছা থানাধীন কপিলমুনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা মামলার সন্দিগ্ধ দুই আসামীকে গ্রেফতার করে। শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় আরিফ হত্যা মামলা ও বাগেরহাটের রামপাল থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পর গ্রেফতারকৃত আসামী রায়হান ও আসিফ পালাতক ছিল। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুনের ঘটনায় সাথে আসামীদের সম্পৃক্ততার বিষয়ে জানা যায়। অতঃপর গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তালা মহিলা কলেজের পার্শ^বর্তী একটি ভাড়া বাসা হতে আসামী রায়হানকে ও পাইকগাছা থানাধীন কপিলমনি বাজার এলাকা হতে আসামী আসিফ মোল্লাকে দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুনের ঘটনায় সাথে গ্রেফতারকৃত আসামীদের সম্পৃক্ততার বিষয়ে জানা যায়। গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে এই মামলার সন্দিগ্ধ ওই আসামীদের গ্রেফতার করি। রোববার বিজ্ঞ আদালতে সন্দিগ্ধ আসামী রায়হানের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামীর দুই দিনের রিমান্ড মন্জুর করেন। তদন্তের স্বার্থে অনেক বিষয় গোপন রাখা হচ্ছে। এছাড়া ভিডিও ফুটেজ, আলামত, গুলীর পর রগ কেটে দেওয়াসহ খুনের প্রকৃত রহস্য উদঘাটনে নানা বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চলমান আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা হত্যা মামলার পর ওই ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজন সন্দিগ্ধ আসামী গ্রেফতার করা হয়েছে।