খুলনায় দুর্বৃত্তদের গুলীতে মেহেদি হাসান রোহান (২১) নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। আহত ওই যুবক বর্তমানে খুূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যুবক মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে অজ্ঞাতনামা ৩ জন যুবক কথা আছে বলে ডেকে নেয়। পরে তাকে লক্ষ্য করে ওই যুবকরা গুলী করতে থাকে। একটি গুলী তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলীর শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনজন সন্ত্রাসী ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রাম-গঞ্জ-শহর
খুলনায় দুর্বৃত্তদের গুলীতে যুবক আহত
খুলনায় দুর্বৃত্তদের গুলীতে মেহেদি হাসান রোহান (২১) নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে।