গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া শিশু ও মাদকাসক্তি হ্রাসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই জানুয়ারি/২৬ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান ও সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বড় বাধা সৃষ্টি করছে। বিশেষ করে স্কুল থেকে ঝরে পড়া শিশুরা সহজেই মাদকাসক্তির ঝুঁকিতে পড়ে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, ঝুঁকিপূর্ণ শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, পরিবারকে স্বাবলম্বী করা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে তারা নিয়মিত কাজ করছে।
আলোচনায় সাংবাদিকরা জানান, এসব সামাজিক সমস্যা রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভা শেষে শিশু অধিকার সুরক্ষা ও একটি সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।