রাজশাহীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মদপানে মারা গেছেন দুই যুবক এবং দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন।

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে মদপানে অসুস্থ হয়ে মাসুদ রানা ও নাদিম ইসলাম নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। মাসুদ রানা সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নাদিম ইসলামকে হাসপাতালে নেয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। এ ঘটনায় মোহাম্মদ টনি নামের আরেক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুদ রানা, নাদিম ও মেহেদীর সঙ্গে ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। তিনি সামান্য একটু পান করার পর অসুস্থ বোধ করেন, তখন বিরত থাকেন। কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদ পান করে। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সড়কে নিহত ২ : রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার উপজেলার মৌগাছি বাজারে ও মেডিকেলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দূর্ঘটনা তাদের মৃত্যু হয়। সূত্রে জানা যায়, রাজশাহী-নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিকেল গেটের অদূরে একটি ভুটভুটি গাড়ির সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংর্ঘষে একজন যাত্রী নিহত হন। অপর ঘটনায় মৌগাছি বাজারে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়। মৃত ব্যাক্তিরা হলেন, সিএনজি যাত্রী বাগমারা উপজেলার সাঁইধাঁড়া গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ (৬২), এবং ভ্যানচালক টেমা গ্রামের মাইনুল ইসলামের ছেলে লিটন (৩০)।

কিশোরের লাশ উদ্ধার : রাজশাহীতে রেজোয়ান ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত লাশ নিখোঁজের ১৬ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মামলার প্রধান আসামী পাপ্পুর দেয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা নগরপাড়া এলাকার তালপুকুর মহল্লার একটি অব্যবহৃত ঘর থেকে রেজোয়ানের লাশ উদ্ধার করা হয়।