গতকাল বুধবার ঢাকাস্থ গোদাগাড়ী-তানোর উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। মতবিনিময় সভায় ঢাকায় বসবাসকারী গোদাগাড়ী-তানোর উপজেলার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে বিজয়ী করার জন্য সকলকে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত সকলেই প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী সার্বিকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার করেন। জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) ব্যাপক নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে গোদাগাড়ী-তানোর উপজেলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করা গোদাগাড়ি-তানোর উন্নয়ন ফোরামের সকলের দায়িত্ব ও কর্তব্য।
সভায় আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অবস্থানরত গোদাগাড়ী-তানোর উপজেলার অধিবাসীদের নিয়ে ঢাকায় একটি বড় ধরনের সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।