সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে।
রবিবার বেলা ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শরিফ মোহাম্মদ জামিউর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নাজনীন আখতারি।
বাগাতিপাড়ায় টিকা প্রদান কর্মসূচি ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান,৯ মাস থেকে ১৫ বছর বয়সের কম পর্যন্ত বাগাতিপাড়ায় টাইফয়েডের টিকা প্রদানের জন্য ২৭০ টি কেন্দ্রে মোট টার্গেট ৩৩ হাজার ২৬১জন, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে ১২০ টি কেন্দ্রে আজ ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে, এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১২০ টি কমিউনিটি ক্লিনিকে (সাব ব্লগ) টিকা প্রদানের কার্যক্রম চালু থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম কেন্দ্র জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, টিকা গ্রহনের জন্য অভিভাবকদের মাঝ থেকে আমি ভালো সাড়া পেয়েছি, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ২০৩ জন ইতিমধ্যে ১৯০ জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিনের আওতার এসেছে এছাড়াও যে ১৩ জন রেজিষ্ট্রেশনের আওতায় আসেনি তারা আজকে রেজিষ্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করেছে,আশা করছি আমার প্রতিষ্ঠানে ১০০% টিকা প্রদান করা সম্ভব হবে।