কালিয়াকৈর সংবাদদাতা
সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুরে ৫টি আসনের বিভিন্ন দলীয় প্রার্থীরা তাদের নিজ নিজ ভোটের পাল্লা ভারী করতে আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। গাজীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। সকলকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান, জামায়াতের প্রার্থী।
পথসভাসহ নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে প্রার্থীরা নিজেদের ভোটের পাল্লা ভারী করতে অনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন। প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রার্থীতা বিষয়ে জানান দিচ্ছেন ।
গাজীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় ১০ দফা ইশতেহারে শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা বিনাসুধে ঋণ প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি নারীদের উন্নয়ন, শিল্প শ্রমিকদের উন্নয়ন ও স্বাস্থ্য শিক্ষার সুব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন, জামায়াত প্রার্থী, শাহ আলম বকশী।
মতবিনিময় সভার একটি অংশে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিপদমুক্ত করতে এবং সংবিধানের কিছু গুরুত্বপুর্ণ অংশ সংশোধনের লক্ষ্যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মজিবুর রহমান সকাল থেকে গাজীপুর মহানগরের জিএমপি কোনাবাড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে পথসহ নানাভাবে গণসংযোগ শুরু করেছেন। দলীয় নেতাকর্মীসহ সকলকে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার শেষ আশা পুরণ করার আহ্বান জানান, মজিবুর রহমান। মজির রহমান বলেন, গত ২০ বছর তিনি কালিয়াকৈর পৌরসভার মেয়র থেকে নানা ধরণের উন্নয়ন করেছেন। সংসিদ নির্বাচনে বিজয়ী হতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া গাজীপুর মহানগরের ১ থেকে ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিশেষ গরুত্ব দিয়ে উন্নয়ন কাজ করা হবে বলেও ভোটারদের জানান, মজিবুর রহমান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর মহানগরের ১ থেকে ১৮ নং ওয়ার্ড নিয়ে গাজীপুর-১ আসন। এ আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন।