শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা সৃষ্টি হয়েছে।

অতি বর্ষণ ও অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়েছে। পর্যাপ্ত মাটি ভরাট ও পাইলিং না থাকায় ভেঙ্গে গর্ত হয়ে যাচ্ছে আঞ্চলিক মহাসড়কটি।

শরণখোলার আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ি পর্যন্ত মহাসড়কটি চওড়া কম থাকায় জমে থাকা বৃষ্টির পানিতে গাড়ি ক্লোজ করার সময় সাইট দিতে গেলে রাস্তা ভাঙ্গনের গর্তের সৃষ্টি হয়। বিশাল গর্ত ও ভাঙ্গা থাকায় যাত্রী ও পণ্যবাহী যান চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। প্রায়ই দূরপাল্লার গাড়ি ও মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়।

সামান্য বৃষ্টি হলেই পানি জমে মাঝ রাস্তায় অটোভ্যান উল্টো সিটকে পরে দুর্ঘটনা কবলিত হতে দেখা যায়। এছাড়াও প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

মহাসড়কটির আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ জুড়ে বিশাল গর্ত ও খানাখন্দরে ভরে গেছে। অপর্যাপ্ত রাস্তায় অতিরিক্ত ভাড়ী মালবাহী যান চলাচল রাস্তার ক্ষতির কারণ হিসেবে দাবী স্থানীয়দের । রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ায় বিনোদন কেন্দ্র ও অনন্য গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতে মানুষ নিরুৎসাহিত হচ্ছে দিন দিন।

বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন জন গুরুত্বপূর্ণ সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কটি দ্রুত মেরামত করে চলাচল উপযোগী করা এখন সময়ের দাবি।

এছাড়াও রায়েন্দা বান্ধাঘাটা থেকে বাসস্ট্যান্ড শরণখোলা সরকারি কলেজ হয়ে মারকাজ মসজিদ পর্যন্ত ওয়াপদা রাস্তাটি নির্মাণ পরবর্তী সময় থেকে অদ্যাবধি অযতœ অবহেলায় পড়ে আছে যাহা মানুষ চলাচলের অনুপযোগী।

রাস্তাটি থেকে রাজৈর গোলবুনিয়া ,নলবুনিয়া ,জানেরপাড়, মঠেরপাড় , খোন্তাকাটা ,তালতলী, আমড়াগাছিয়া, ধানসাগর, সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার শিক্ষার্থী রায়েন্দা সরকারি কলেজ ,রাজৈর ফাজিল মাদরাসা, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল ,আর কে ডি এস পাইলট বালিকা বিদ্যালয় ,আইডিয়াল ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।

সামান্য বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগের অন্ত থাকে না বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন সমাধান মেলেনি এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে পাকা করনের ব্যবস্থা গ্রহণ করার।

উপজেলা পরিষদ হয়ে তালতলী বাজার আমড়াগাছিয়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় খানাখন্দরে ভরে গেছে রাস্তাটি । কেউ অসুস্থ হলেও এম্বুলেন্স আসার মত পরিস্থিতি নেই। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে ,বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়া গেছে।