লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ (৭২) গত ৮ সেপ্টেম্বর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৮ সেপ্টেম্বর বাদ যোহর লালমনিরহাটের ফুলগাছ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।