রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : বরেণ্য আলেমেদ্বীন আলেকজান্ডার দায়রা বাড়ির শতবর্ষী পীরে কামেল হযরত মাওলানা শাহ আবদুল মালেক(১০৫) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন, তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও হাজার হাজার ভক্ত রেখে যান। তার মৃত্যু সংবাদ শুনে শত-শত ভক্ত ও মুরিদ ছুটে আসেন একনজর দেখার জন্য, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও প্রশাসনের লোকসহ দেখতে আসা সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন । এসময় মরহুমের ছোট ছেলে শাহ মোহাম্মদ জাবের কেঁদে কেঁদে বলেন বিগত ৬০ বছর ধরে তার বাবা এ অঞ্চলের মানুষের আস্থার প্রথিক হয়ে উঠেন সকল মানুষ দোয়া চাইতে আসতেন বাবার কাছে তিনি সকল দলমত ও শ্রেনী পেশার মানুষকে মনে প্রানে ভালো বাসতেন। আজ বাবাকে হারিয়ে আমরা অভিভাবক হারা হয়ে গেলাম। তার মৃত্যু কে আলেমজগতের মৃত্যু বলে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন শাহ আবদুল মালেক এ অঞ্চলের যুগশ্রেষ্ঠ একজন হক্কানি আলেম ও ইকামাতে দ্বীনের একজন দায়ী ছিলেন। আল্লাহ যেন তার শুন্যস্থান পূরণ করে দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস কামনা করেন শোক শপ্ত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি পরিবার ও আওলাদ গনের সবর এস্তেমাল ও নছিহত কামনা করেন। তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ডাঃ রিদওয়ান উল্লাহ শাহিদী, জামায়াতের জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া, রামগতি ও কমলনগরের সাবেক এমপি ও সরকারের সাবেক মন্ত্রী জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাবেক মন্ত্রী বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর অবঃ আবদুল মান্নান, মাওলানা এ আর হাফিজ উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক মেয়র সাহেদ আলী পটু উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, প্রমুখ।
মরহুম শাহ আবদুল মালেকের নামাজে জানাজা শনিবার বিকেল আছরের নামাজের পর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে পরে তার লাশ দায়রা বাড়ির দরজার তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।