সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে রবিউল ইসলামের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গোবিন্দপুর সংলগ্ন হিংগারপাড়া গ্রামে রবিউলের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে । আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ২০ জুন রবিউল ইসলাম থানায় একই গ্রামের আব্দুর রহিম মিয়া গংদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। সম্প্রতি সময়ে মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় রবিউল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার দীর্ঘদিন পার হলেও পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদন দাখিল করছে না তারা গড়িমশি করছে ও আসামীদের সাথে সক্ষতা গড়ে পক্ষে কাজ করছে। এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।