দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : সংসদীয় আসন ১৩৭ জামালপুর ১ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামালপুর জেলা জামায়াতের সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য এ্যাডভোকেট নাজমুল হক সাঈদী তার নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত এবং নিয়মিত গণসংযোগ, সমাজসেবামূলক কর্মকাণ্ড স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজো দেওয়ানগঞ্জে বিভিন্ন ইউনিয়নের উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন হাতিভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে উঠান বৈঠক করেন, এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান ও ইউনিয়ন আমীর সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় এ্যাডভোকেট নাজমুলহক হক সাঈদী বলেন আগামির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামির বাংলাদেশ জামায়াতে ইসলামির বাংলাদেশ। তার জলন্ত প্রমাণ গত ৯ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
এ নির্বাচনে শুধু ছাত্রশিবির বিজয় হয়নি বরং ইসলামের বিজয় হয়েছে, জামায়াতের বিজয় হয়েছে,এদেশের মানুষ জামায়াতকে গ্রহণ করার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে শুধু সময়ের অপেক্ষা। তাই আমাদের সকলকে মানবিক হয়ে কাজ করতে হবে তবেই আমাদের বিজয় সম্ভব এবং আগামীর নির্বাচনে সকলকে জাগ্রত হয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বলেন।