বৃক্ষরোপণ
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলার ভেরামারা রেল ব্রিজ সংলগ্ন আরসিসি সেতুর দুপাশে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণচুড়ার গাছ রোপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এই বৃক্ষরোপনের আয়োজন করা হয়। বৃক্ষরোপনের উদ্বোধন করেন পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম।
উপস্থিত ছিলেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ি মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, এর আগেও সেতুর দুপাশে কিছু কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে।
নার্স ও আয়া আটক
জামালপুর : জামালপুর নগর মাতৃসদন কেন্দ্রের কতৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু ঘটনায় নার্স ও আয়াকে আটক করেছে পুলিশ।
শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী নোবিন জান্নাত মৌকে প্রসব বেদনা নিয়ে শহরের প্রশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌর সভার বাস্তবায়ন ও আরমান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করান। এসময় হাসপাতালের গাইনী চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না শনিবার ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতকে মেরে ফেলে। টেনে হিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান সোহেল আনসারী। এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ।
জুয়েলের লাশ উদ্ধার
মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামের যুবক মো. ফরহাদ জুয়েল (২৭) নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর তার লাশ মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একের পর এক তথ্য, পরস্পরবিরোধী বয়ান ও মোবাইল ফোনে মুক্তিপণের দাবিতে জড়িয়ে গেছে একাধিক ব্যক্তি যা পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে।
নিহত জুয়েল কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের মো. আবুল হাশেমের ছেলে। তার পরিবারে রয়েছে স্ত্রী ও চার বছরের একমাত্র সন্তান আবু সুফিয়ান।
পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়ে এখলাসপুর বকুলতলা এলাকায় যান বলে খবর পাওয়া যায়। তার মা সুফিয়া বেগম জানান, “আমার ছেলে শাহ আলম মেম্বারের কাছে গিয়েছিল। এরপর আর কোনো খোঁজ মেলেনি।” তবে এখলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম দাবি করেন, “আমার সাথে জুয়েলের কোনো সাক্ষাৎ হয়নি।”
এদিন রাত ৮টার দিকে হাসিমপুর গ্রামের রুহুল আমিনের সঙ্গে নয়ানগর বটতলায় দেখা হয় জুয়েলের। রুহুল জানান, জুয়েল তাকে কথা বলার কথা বললে তিনি বলেন বাজারে গিয়ে চা খেতে খেতে কথা বলা যাবে। এরপর দুজনেই মোটরসাইকেল নিয়ে বাজারের পথে রওনা দেন। তবে পথিমধ্যে এখলাসপুরের নুরু মিয়া রাজার সঙ্গে দেখা হলে জুয়েল থেমে যান। রুহুল বাজারে পৌঁছালেও জুয়েল আর আসেননি।
নুরু মিয়া রাজা জানান, “জুয়েল বলেছে সে মনির হোসেন গাজীর ছেলে সজিবের কাছে বালুর টাকা নিতে যাচ্ছে।” অন্যদিকে সজিব বলেন, “জুয়েলের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই। এমনকি ওই দিন তার সঙ্গে আমার দেখা হয়নি।”
নিখোঁজের পরদিন ভোরে পাঁচানী স্কুলের পাশের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেল। এর কিছুক্ষণ পরই জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকা-ের দিকটিই আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’
ফরহাদ জুয়েলের পরিবার বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই হত্যাকা- নিয়ে মতলব উত্তরের সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ‘একজন নিরীহ যুবককে ঠা-া মাথায় খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই নির্মমতা মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে আমরা কঠোর বিচার চাই।’
চা-শ্রমিক দম্পতির লাশ উদ্ধার
জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার জুড়ীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে চা– শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)।
ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ দম্পতি দুই ছেলে ও এক মেয়ের বাবা-মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গেই থাকত। স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং লাশের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।
দেশীয় অস্ত্র উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় ভাই ভাই সমবায় সমিতিতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতজুড়ে। আটককৃতরা হলেন সুদারু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন।
এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।
কোম্পানিতে ডাকাতি
ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে হ্যামকো গ্রুপের এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে ডাকাতদল প্রায় এক কোটি টাকার কাঁচামাল লুট করে নিয়ে গেছে। কোম্পানির শ্রমিকরা জানান, মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানির ভিতরে প্রবেশ করে। কোম্পানির ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ শ্রমিককে বেঁধে রেখে গুদাম থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার ও ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে যায়। হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান বলেন, ডাকাতদল রাত ৮টার দিকে প্রবেশ করে এবং প্রায় ৮ ঘণ্টা অবস্থান শেষে ভোর ৪টার দিকে মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ভোর বেলা বাগেরহাটের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতদল মালামাল লুট করে নিয়ে গেছে। তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।
মানববন্ধন
তারাকান্দা (ময়মনসিংহ) : ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসীর অংশগ্রহণে তারাকান্দার প্রাণ কেন্দ্র ময়মনসিংহ-শেরপুর হাইওয়ে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, গত ০২জুলাই (বুধবার) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামে ৪ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।পরে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শিক্ষকের মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা ওবায়দুল হক (৮৫) নামের এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। হাজী আবদুস সালাম জামে মসজিদে আসরের নামাজ শেষে বেরিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আলেকজান্ডার -সোনাপুর আঞ্চলিক সড়কের চর নেয়ামত গ্রামের ওই মসজিদের সামনে রাস্তায় পিছন দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় মারাত্মক আগাত পান। এ ঘটনায় মোটরসাইকেল দুই আরহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আরো অবনতি হয়।পরিবারের লোকজন রাতেই তাকে ঢাকা মেডিকেল নিয়ে যান। সেখানে শনিবার ভোর ৪ টায় তিনি মারা যান। মাওলানা ওবায়দুল হক চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী মৌলভী পদে শিক্ষকতা শেষে অবসরে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়া কাপ্তাই (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় শীর্ষ এক সন্ত্রাসীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা গ্রেফতার করেছে। ধৃত আসামির নাম মোহাম্মদ আইয়ুব (৪৬)। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মাদক, মারামারিসহ ৭টি মামলা রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বাসিন্দা ও চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সদস্য আইয়ুব স্থানীয়ভাবে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিগত সরকারের সময়ে সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
কাপাসিয়া (গাজীপুর) : “সবাই মিলে ভালো থাকি, প্রতিবেশীর খেয়াল রাখি” - এই শ্লোগান ও প্রতিপাদ্যকে ধারণ করে সমাজসেবার মহান ব্রত নিয়ে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান “ দেইলগাঁও সমাজসেবা ফাউন্ডেশন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় এ সংগঠনের উদ্যোগে স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজন করা হয় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
কুপিয়ে হত্যা করল ভাই!
ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে চাচাতো বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রতন দাশ (৩৭) নামের এক চাচত ভাইয়ের বিরুদ্ধে। উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম সুপ্তা মাঝি (১৫)। সেই ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিহত সুপ্তা চাচাতো ভাই রতন দাশের সাথে বসবাস করতো। রতন তাকে চা বাগানের পরিশ্রমি কাজ বাদ দিয়ে সেলাই মেশিনের কাজ শিখতে অনুরোধ করেন। সুপ্তা ওই কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে তারা দুজন বিবাদে লিপ্ত হন। তুমুল বাগবিতন্ডার এক পর্যায়ে বসতঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তাকে সজোরে মাথায় আঘাত করেন চাচাতো ভাই রতন । এতে সুপ্তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই জন আটক
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ । আটক দুই জনের নিকট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের হেফজতে থাকা মালামাল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সম্প্রতি সরকারি বন্ধের মধ্যে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
মতবিনিময় সভা
নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) : দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মত বিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
ড্যাফোডিলস হাই স্কুল, মইতপাড়া, দোহারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।