গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ শিশির আহমেদ (২৫) নামের এক যুবকেকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মেহেরপুরের গাংনী ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর এক অভিযানে গত ১১ জানুয়ারী ভোরে তাকে আটক করা হয়।
আটক শিশির আহম্মেদ গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব। এবং গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের ছেলে। তার বাড়ি গাংনী বাজারপাড়া ৮নং ওয়ার্ডে।
জানা গেছে, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে শিশির আহমেদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির ৫৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গাংনী থানায় সোপর্দ করা করেছে যৌথ বাহিনী।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।