বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কে গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় পরিমল বিশ্বাসের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের টিনশেড ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, পোশাক, কাগজপত্র, মূল্যবান সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ বিপর্যয়ে পরিবারটির সদস্যরা প্রাণ নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হতে সক্ষম হলেও সর্বস্ব হারিয়ে তারা এখন চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ধ্বংস হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে ঘটনাস্থলে যান বরিশাল-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন এবং পরিমল বিশ্বাসের সাথে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ্যাডভোকেট হেলাল বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়। পরিমল ভাই, আপনি একা নন। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে দাঁড়াবে। আল্লাহ হয়তো আপনাদের জন্য আরও উত্তম কিছু রেখেছেন। ধৈর্য ধারণ করুন, আমরা সবাই মিলে আবার আপনার ঘর পুনর্গঠনে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
স্থানীয়রা জানান, পরিমল বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় পরিশ্রমী, শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝেও শোক ও সহমর্মিতার সুর ছড়িয়ে পড়ে।
এ্যাডভোকেট হেলালের সঙ্গে ছিলেন বরিশাল মহানগর কর্মপরিষদের সদস্য মোঃ শামীম কবির, স্থানীয় নেতৃত্বের আরও বেশ কয়েকজন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনে স্থানীয়ভাবে উদ্যোগ নেয়ার কথাও উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ।