জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের খুনিদের বিচার নির্বাচনের আগে করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক বৈঠক দেওয়ান বাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর ড. মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ ও মাহমুদুল আলম প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নবনির্বাচিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, সহ-সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুল বারী, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এডভোকেট মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট আব্দুল জব্বার, নির্বাহী সদস্য এডভোকেট এহসান উল্ল্যাহ মানিক, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী, এডভোকেট মো. রুবায়েতুল করিম, এডভোকেট সাহেদ হোসেন, এডভোকেট সাজ্জাদ কামরুল হোসেন। এ সময় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী থানা আমির এডভোকেট আরিফুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এজিএস এডভোকেট কবির হোসেন প্রমুখ।