বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালী শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাঁশখালী উপজেলা শাখার ব্যানারে ও উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আনসার উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।