রংপুরের পীরগঞ্জ উপজেলায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুকে হত্যার অভিযোগে প্রধান আসামী বিটুল মিয়াসহ (২৫) ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক বিটুল মিয়া পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসার পাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্বে বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় বিটুল তার সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ মারে। এতে বেলালের দুই বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিটুল পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বেলালকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলাল মারা যায়।

পীরগঞ্জ থানার ওসি এম.এ ফারুক এখবর পেয়ে সেনাসদস্যের সহায়তায় একটি বিশেষ বাহিনী ঘটনাস্থল থেকে বিটুলের নানা, নানি, ২ মামাসহ ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জহুরন নেছার বাড়ি থেকে ঘাতক বিটুলকে গ্রেফতার করে। বিটুল মিয়ার নামে আরও একটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।