বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রি। গতকাল শনিবার বিকেলে নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টির নিজস্ব ভবন মিলনায়তনে প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)’র সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খায়রুল কবির খোকন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া রিটন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ূম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আউলাদ হোসেন মোল্লা, নাসির উদ্দিন, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন জন্টু প্রমুখ।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুরা কোরআন খতম দেন এবং দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়।