দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) দিনাজপুর এর নেতৃত্বে ডেভিল হান্ট অপারেশন-২ এর অংশ হিসাবে অভিযান চালিয়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেন।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫), পিতা- মোঃ সালেহ উদ্দিন আহমেদ, মাতা-মোছাঃ সামেদ্য আহমেদ, স্থায়ী সাং-পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, বর্তমান ঠিকানা- ঘাসিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার ধনতলা এলাকার তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। জানা যায়, সম্প্রতি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খালিদ মাহমুদকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করতে দেখা যায়। এ নিয়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দেয়।