ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ১৫০ ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে মনোনীত এম.পি প্রার্থী মুফতি আব্দুল কাদির সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক বলেন, আমরা বিগত একটা দীর্ঘ সময় অতিক্রম করে এসেছি, যে সময় এদেশের মানুষ জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এদেশের মানুষের প্রতিনিধি নয় বরং বিদেশী শক্তির ক্রীতদাসী এদেশের ক্ষমতায় চেপে বসেছিল। এদেশের মানুষের অধিকার আদায় বাদ দিয়ে অন্যদেশের স্বার্থ রক্ষা করাই ছিলো তাদের প্রধান কাজ। এভাবে দেশটাকে উজাড় করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা বাংলাদেশ-কে গুমের রাজ্যে পরিণত করেছিল। এদেশের আলেম সমাজ ও ইসলামি তৌহিদি জনতার উপর চালানো হয়েছে বর্বর অত্যাচার।