একটি গাছ, একটি প্রাণগাছ বাঁচাবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা-২০২৫। বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, “প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা কেবল সামাজিক দায় নয় এটি আমাদের ঈমানেরও দাবি। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া।” তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে কাজ করছে। আমরা কল্যাণভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের পথচলা।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি মো. শরিফ আল ইসলাম, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বর্তমান ইউনিয়ন জামায়াত সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. সামিউল্লা সলিল, সেক্রেটারি ওমর ফারুকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ মানুষ। বক্তারা তাদের আলোচনায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। মানুষের টিকে থাকা ও প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতিকে রক্ষা করা জরুরি। অলোচনা শেষে উপস্থিতদের মাঝে প্রায় ৮০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সাদুল্লাপুরে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা ॥ পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান
একটি গাছ, একটি প্রাণগাছ বাঁচাবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা-২০২৫।