ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুর অগ্রণী ব্যাংকে ভূয়া হিসাবের মাধ্যমে ফুড বিলের অর্থ লেনদেনের অভিযোগ করেছেন ভুক্তভোগী ৪ গ্রাহক।গত অক্টোবরে অগ্রণী ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ বরাবর ডাকযোগে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কৃষক আমিনুল হক, ইউসুফ আলী, আমিনুল ইসলাম,বারেক মিয়া। অভিযোগে উল্লেখ করেন গত মে ২০২৫ সালে পার্শ্ববর্তী এলাকার অগ্রণী ব্যাংক ফুলপুর শাখার মাঠ সহকারী ইব্রাহিম খলিল খাদ্য গুদামে ধান ক্রয় ও ঋণ সুবিধার কথা বলে ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। পরবর্তী সময়ে তাদের ৫০০-১০০০ টাকা প্রদান করেন। এরপর বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে এড়িয়ে চলেন। পরবর্তীতে সন্দেহজনক মনে হলে ব্যাংকে গিয়ে জানা যায়, কর্তৃপক্ষের প্রত্যক্ষ যোগসাজশে ভুয়া ব্যাংক হিসাব খুলে ফুড বিলের টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে লেনদেনের ব্যাপারে ভুক্তভোগী কোন গ্রাহক টাকা জমা ও উত্তোলনের বিষয়ে অবগত নয় যা চেক সাক্ষর জালিয়াতির মাধ্যমে ঘটিয়েছে।এ বিষয়ে সিংহেশ্বর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, ব্যাংকে হিসাব খুলে লেনদেনের বিষয় আমার জানা নেই। পরবর্তীতে যখন ব্যাংকে গিয়ে জানলাম আমার নামে একটা হিসাব খুলে লেনদেন হয়েছে। উক্ত হিসাবে আমার আইডি কার্ড ব্যবহার করলেও ছবি অন্য লোকের ব্যবহার করা হয়েছে। আমি এর প্রতিকার চাই। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন জানান, ব্যাংক একাউন্টের বিষয়গুলো ব্যাংক কর্তৃপক্ষ দেখেন ,আমরা শুধু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে বুঝিয়ে দেই। অগ্রণী ব্যাংকের ফুলপুর শাখার ম্যানেজার আশরাফ আহমেদ রাজু জানান, অভিযোগকারীদের একাউন্ট গুলো খাদ্য গুদামের ধান ক্রয়ের জন্য নির্ধারিত। এগুলো মিল মালিকদের মাধ্যমে করা হয়েছে। এতে কিছুটা ভুলবশত অসঙ্গতি থাকতে পারে। আমরা সরকারি কাজে সহযোগিতা করেছি। আমাদের কোন বকেয়া বিল নেই।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলপুর অগ্রণী ব্যাংকে ভুয়া হিসাব খুলে লেনদেনের অভিযোগ
ফুলপুর অগ্রণী ব্যাংকে ভূয়া হিসাবের মাধ্যমে ফুড বিলের অর্থ লেনদেনের অভিযোগ করেছেন ভুক্তভোগী ৪ গ্রাহক।