পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার রামচন্দ্রপুর খালটিকে এবার টেকসইভাবে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ খালটিকে আমাদের বাঁচাতে হবে, কারণ এই খালটিকে এই এলাকার প্রাণ বলা যায়। গতকাল শনিবার ঢাকার আদাবরে রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, খালটি মনুষ্য বর্জ্যে চরমভাবে দূষিত হয়ে পড়ছিল। এখন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এটিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি পরিচ্ছন্ন করার মাধ্যমে সামনে এ খালে স্বচ্ছ পানি প্রবাহিত হবে।