সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নাটোরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১২ টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসাশিস) আয়োজনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত। এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।

২. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ৯ম গ্রেড উন্নীত করে ৮ম গ্রেডে অন্তর্ভুক্তকরণ।

৩. বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি ও পদোন্নতি।

৪. বিদ্যালয়ে পর্যাপ্ত দপ্তরী ও সহায়ক কর্মচারী নিয়োগ।

৫. মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

শিক্ষক নেতারা বলেন, “শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন জরুরি। দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা খাত অবহেলিত। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”