খুলনা মহানগরীর দৌলতপুর ৩ নং ওয়ার্ডস্থ প্রায় এক কিলোমিটারের রেল স্টেশন সড়কটি (ডি.সি রোড-মুহসীন মোড় হতে রেলিগেট নগরঘাটের আগের চৌ-রাস্তার মোড় পর্যন্ত সড়কটি) এতদাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। দৌলতপুর এলাকার একটি মাত্র কাঁচা সবজির পাইকারি বাজারসহ রফতানিযোগ্য পাটের কারখানা ও দৌলতপুর রেলস্টেশনের যাতায়াতের একটি মাত্র সংযোগ সড়ক এটি। প্রতিদিনই খুলনার আশ-পাশের জেলা শহর হতে গভীর রাতে কাঁচা তরিতরকারি বোঝাই মালবাহী ট্রাকসমূহ এসে হাজির হয় পাইকারি বাজার সম্মুখে। শিল্পনগরী খ্যাত খুলনার দৌলতপুরের পাটের সেই জৌলুস হারালেও বহু পাট বোঝাই ট্রাকও যাতায়াত করে আজও এই সড়ক ধরে। তাছাড়া স্থানীয়দের কর্মব্যস্ততা শেষে ঘরে ফেরারও মাধ্যম একই সংযোগ সড়কটি। কিন্তু দুঃখের বিষয়, গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সড়কটি এতোটাই বেহাল, যে বড় গর্তে জল জমে এখন যেন পুকুরে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই, এটা কোন সড়ক নাকি পুকুর! ওই বেহাল সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহতসহ উঁচু-নিচু খানাখন্দ, আর বড় বড় গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মাঝে মধ্যে ইজিবাইক, ভ্যান-রিক্সা উল্টে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহন।