আনোয়ারা, কণর্ফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের পাশে ফুলতলী সমুদ্র সৈকতের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা হাফেজ জয়নাল আবেদিন প্রথম লাশটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশটির চেহারা চেনা সম্ভব নয়, সম্ভবত দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। নিহতের পরনে ছিল একটি কালো রঙের ট্রাউজার। লাশটির আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বার আউলিয়া ঘাট নৌপুলিশের এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সমুদ্রে ভেসে এসে সৈকতের পাশে আটকে গেছে। এ বিষয়ে এসআই আব্দুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও নিহতের পরিচয় উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।