গতকাল মঙ্গলবার (১৮ মার্চ ) ন্যাশনাল ডক্টরস ফোরাম টাংগাইল জেলা শাখার উদ্যোগে এক আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় শহরের ফুলি কমিউনিটি সেন্টারে। ন্যাশনাল ডক্টরস ফোরামের টাংগাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, এনাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিনুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার লস্কর মো. সাব্বির আহমেদ। এতে টাংগাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকের বিপুলসংখ্যক ডাক্তার অংশগ্রহণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
টাংগাইলে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
