সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, জুলাই আগস্টে যারা আহত ও শহীদ হয়েছেন মূলত তাদের উসিলাতেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সুতরাং তারা আমাদের প্রেরণার উৎস, চেতনার বাতিঘর।
গতকাল রোববার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, শহীদরা যে কারণে জীবন দান করেছেন তাদের সেই চেতনা নিয়ে আমরা যেনো সবাই কাজ করতে পারি। এই শহীদ পরিবারের যে কোন ধরনের প্রয়োজনে আমরা পাশে থাকবো। তারা আমাদের জাতীয় সম্পদ। তাদের সহযোগিতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
সকালের প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।