সংস্কার ও বিচার ছাড়া জনগণ কোনো ধরনের দায়সারা গোছের নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি গতকাল রোববার নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেনবাগ দক্ষিণ থানা শাখা আয়োজিত শিবিরের ১১৬তম শহীদ নিজাম উদ্দিনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নোয়াখালী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

ড. রেজাউল করিম বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের নতুন প্রজন্মই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন। দু’সহস্রাধিক তরতাজা প্রাণের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। মূলত, জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় বীর। তাই জুলাই বিপ্লব এবং সনদকে আইনী ও সাংবিধানিক ভিত্তি দিতে হবে। সে সাংবিধানিক ভিত্তিতেই সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথায় দেশপ্রেমী জনতা কোন ভাবেই মেনে নেবে না। আর জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দিলেও বিপ্লবীরা আবারো রাজপথে নেমে আসবে। তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য পিআর পদ্ধতি গ্রহণের আহবান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ এক অনুভূতিহীন প্রাণীর নাম। তারা প্রায় ১৬ বছর ধরে দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা চালালেও তাদের কোন অনুশোচনা নেই। তারা জুলাই বিপ্লব ব্যর্থ ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে মেতে উঠেছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই ডাকসুর সাবেক জিএস নূরুল হক নূরুর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহবান জানান।।

লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে লক্ষ্মীপুুর শহর শাখা আয়োজিত লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে এক নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শহর সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহনগরী উত্তরের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার রিফাত আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি আব্দুল্লাহ আউয়াল হামদু, ছাত্রনেতা ইসমাইল হোসেন ফয়সাল ও মেহরাব হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।