দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বাজারখোলা গ্রামে প্রধান সড়কের ওপর নির্মিত একটি সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি দাউদকান্দি-মতলব আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে ইউনিয়নে প্রবেশের শাখা রাস্তায় ভারী যানবাহন চলাচলের সময় হঠাৎ ফাটলটি সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি টের পান এবং দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রতিদিনই এ সড়ক দিয়ে তুলাতুলি, রায়েরচর, জাফরাবাদসহ আশেপাশের বহু গ্রামের মানুষ চলাচল করে থাকে। পাশাপাশি বালু বোঝাই ট্রলি, ইট ভর্তি ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহনও নিয়মিত এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।