নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে রওশন-রফিক একাডেমি ও বৃদ্ধ সেবা কেন্দ্রের পক্ষ থেকে ২শ’ ৫০ পরিবারের বৃদ্ধদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক প্রাঙ্গণে অসহায় দরিদ্র বয়স্ক পুরুষ-মহিলাদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ শেষে এ কম্বল বিতরণ করা হয়। নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ. কে. এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বশিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আহসানুজ্জামান, নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসক এনাম উল্লাহ মিয়াজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর জাকির, ম্যানেজার মাহবুব আলম সিজার, সহ ম্যানেজার হাজী খোরশেদ আলম মিলন, আব্দুল হান্নান প্রমুখ।