খুলনা ব্যুরো

পাইকগাছা উপজেলা রাস মেলা পূজা মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাংচুর ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ। এ ধরনের কর্মকা- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মাওলানা আবুল কালাম আজাদ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মের নামে কোনো সহিংসতার স্থান নেই। সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সহাবস্থান রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি ঘটনাটি শোনার পর ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য এডভোকেট আব্দুল মজিদ গাজী, পাইকগাছা পৌরসভা আমির ডা. আসাদুল হক, নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, পৌর নির্বাচন পরিচালক মো. শফিয়ার রহমান, বায়তুলমাল সম্পাদক মো. শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি মো. এবাদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি জি. এম. কবির হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল আহমেদ, ৬ নং ওয়ার্ড সভাপতি এডভোকেট বেলাল হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি মোশরাফুল আলম, ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত মন্দিরের সভাপতি বাবু সন্তোষ কুমার ও বাজার পূজা মন্দিরের সভাপতি বাবু রাম মন্ডল ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনা বর্ণনা করেন।