ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রাথমিক ভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকায় প্রশংসায় ভাসছেন। বাবা-মায়ের স্বপ্ন পূরণে সদ্য বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে এলাকায় জুড়ে প্রশংসায় পঞ্চমুখ ওই মেধাবী শিক্ষার্থীসহ তার পরিবার।

মেধাবী শিক্ষার্থী আতাউর রহমানের বাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের শফিকুল ইসলামের একমাত্র ছেলে। শফিকুল ইসলাম পেশায় একজন ক্ষুদ্র কাঠ-খড়ি ব্যবসায়ী।