সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক বাস যাত্রীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সুমনা পেট্রোল পাম্পের সামনে একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল জামালপুর জেলার দেউলিয়া বাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি জামালপুর থেকে স্টার ট্রাভেলস এর একটি বাসে পঞ্চগড় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি অভিযান চালিয়ে তল্লাশিকালে একটা কার্টুনের মধ্যে উল্লেখিত গাঁজা পাওয়া যায়। ডিএনসি নীলফামারীর ইন্সপেক্টর সাকিব জানান, জুয়েল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। বাসে তল্লাশির সে চ্যালেঞ্জ করে তার কাছে কোন মাদক নেই। পরে কার্টুনসহ গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সৈয়দপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ বাসযাত্রী আটক
নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক বাস যাত্রীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।