জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবেনা। গণ অভ্যুত্থানের বিজয়কে অর্থবহ করতে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোন সুযোগ নাই। তাই তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালনর করতে হবে। দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতের মূল লক্ষ্য।
তিনি গত শুক্রবার রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর জেলরোড এলাকার একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। সম্মেলনে বক্তব্য রাখেন- থানা জামায়াত নেতা নজরুল ইসলাম সোয়েব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও সাবেক সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। নিজের যোগ্যতা ও মেধাকে সিলেটবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। জামায়াতে ইসলামী আমাকে প্রার্থী মনোনীত করেছে। জনগণও আমাকে আগ্রহচিত্তে গ্রহণ করেছে। আপনাদের ভালোবাসা নিয়ে আগামীর পথ চলতে চাই।