সিলেটের কোম্পানীগঞ্জ উপজলোর সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি সাদাপাথর এলাকায় যান। তারা সাদাপাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকারসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা পাথর লুটের ঘটনা নিয়ে স্থানীয়দের ও বিভিন্ন পেশাজীবীর সাথে কথা বলেন। সাদাপাথর লুট তদন্তে ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে আরও দুই সচিবের সমন্বয়ে একটি তদন্ত দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে যায়। জেলা প্রশাসন সূত্র জানায়, ইতিমধ্যে লুন্ঠিত ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ ঘনফুট পাথর সাদাপাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সাদাপাথর পরিদর্শন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজলোর সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি