DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে রেল ব্যবস্থার উন্নয়নের দাবিতে উত্তাল জনতা

গাজীপুরের রেল যোগাযোগ ব্যবস্থাকে যাত্রীবান্ধব করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাধারণ যাত্রীবৃন্দ। সোমবার সকালেই জয়দেবপুর রেল জংশন মুখরিত হয়ে ওঠে শত শত আন্দোলনকারীর স্লোগানে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Untitled

গাজীপুরের রেল যোগাযোগ ব্যবস্থাকে যাত্রীবান্ধব করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাধারণ যাত্রীবৃন্দ। সোমবার সকালেই জয়দেবপুর রেল জংশন মুখরিত হয়ে ওঠে শত শত আন্দোলনকারীর স্লোগানে।

মানববন্ধনে বক্তারা গাজীপুরের জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে অন্যতম হলো—

সকল আন্তঃনগর বিরতিহীন ট্রেনের জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা।

উপদেষ্টার উপহারকৃত ট্রেন দুটি যাত্রীদের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা।

গাজীপুর-ঢাকা রুটের ট্রেনসমূহ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চালানো।

৬৫০ টাকার মাসিক টিকিটের ওপর নির্দিষ্ট কোনো ট্রেনের সীল না দেওয়া।

জয়দেবপুর স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনসমূহ এখান থেকেই নিয়ন্ত্রণ করা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব যৌক্তিক দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর এম এ বাতেন, গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মোকসেদুর রহমান, গাজীপুর মহানগর এবি পার্টির সভাপতি প্রিন্সিপাল হুমায়ূন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, প্রকৌশলী কাউসার আহমেদ, জাতীয় নাগরিক পার্টির মজিবুর রহমান, আতাউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম নাবিল।

প্রকৌশলী মোঃ শামসুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, "রেলের দুর্নীতিবাজ কর্মকর্তারা ঠিকাদারের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে যাত্রীদের কষ্ট দিচ্ছে। এত চাহিদার পরও আন্তঃনগর ট্রেনগুলো জয়দেবপুরে যাত্রাবিরতি করছে না, বরং গাজীপুরবাসীর বহু আন্দোলনের ফসল 'তুরাগ ট্রেন'টিকেও ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।"

রেলখাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে আন্দোলনকারীরা বলেন, গাজীপুরবাসীর এই ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনা হবে।