ময়মনসিংহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও রৌশন দম্পতির ২৬ বছরের সংসার জীবন ছিলো। বিগত ছয় বছর ধরে রাকিব প্রবাসে থাকেন। বিগত ৩ মাস আগে তাদের মধ্যে পারিবারিক কহলে বিবাহ বিচ্ছেদ হয়। রৌশন আক্তার বিবাহ বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে নগরীর গোলকীবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনারদিন সকালে রাকিবুল করিম রাকিব বোরকা পড়ে কাজের মেয়ের পরিচয়ে বাসায় প্রবেশ করেন। বাসায় ঢুকে নিজের সাবেক স্ত্রী রওশন আক্তারকে (৪২) ছুরিকাঘাতে করে হত্যা করেন। পরবর্তীতে রাকিবুল করিম রাকিব (৫০) নিজেও আত্মহত্যা করেন।
গ্রাম-গঞ্জ-শহর
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
ময়মনসিংহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও রৌশন দম্পতির ২৬ বছরের সংসার জীবন ছিলো।