বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন- নামাজের মাধ্যমে চরিত্র গঠন করে স্টাফদেরকেও দায়ী ইলাল্লাহ’র ভূমিকা পালন করতে হবে। অফিসের স্টাফদেরকে ইসলামী আন্দোলন সম্পর্কে জানা এবং মাঠে-ময়দানে ভূমিকা পালন করতে হবে।

গতকাল শনিবার সকালে দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর জামায়াতের স্টাফদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আল-কোরআনের শিক্ষা আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী।

উক্ত মতবিনিময় সভায় স্টাফদের মধ্যে বক্তব্য রাখেন, এম এ মতিন, জসিম উদ্দীন, দিদারুল ইসলাম, মোহাম্মদ আলম, জাকের হোসেন, মুহাম্মদ শরীফ, সিরাজুল ইসলাম, বদর উদ্দীন, মকবুল আহমদ, কামাল উদ্দিন, গোলাম মোয়াজ্জেম, মোহাম্মদ ইব্রাহিম ও মুহাম্মদ সেলিম প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা নিজেরা নামাজি হবো এবং পরিবার-পরিজনদেরও নামাজ পড়ার তাগিদ দেবো। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আমাদের পরিবারদেরকেও বাঁচাতে হবে। সন্তানদের নামাজি বানানো পিতা-মাতার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেক প্রাণীকে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তায়ালার কাছে জবাবদিহি করতে হবে এবং অর্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞেসাবাদ করা হবে।