চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর -২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সকল ভেদাভেদ ভুলে চৌগাছা ঝিকরগাছা উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক,সেতুসহ সকল সেক্টরের উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য জীবন দিতে তাঁরা দ্বিধাবোধ করেননি। এখন তাঁদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে। শহীদ পরিবারের সদস্যরা কারও কাছে ভিক্ষা চান না। তাঁরা সম্মানের সঙ্গে বাঁচতে চান।