গাজীপুর জেলার কালিগঞ্জ পৌরসভার ঘোনপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালিগঞ্জ-পুবাইল-বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ খায়রুল হাসান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি মূলত জনকল্যাণভিত্তিক। রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও দলটি জনগণের সমস্যা সমাধান ও জনদুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অসহায় ও বিপন্ন মানুষের পাশে থাকা জামায়াতের নৈতিক দায়িত্ব এবং এ ধারাবাহিক জনসেবা কার্যক্রমই দেশের রাজনীতিতে একটি উজ্জ্বল মডেল।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার ঘোনপাড়ার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জামায়াতের উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই রাস্তা সংস্কারের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের কষ্ট দূর হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আফতাব উদ্দিন, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, থানা কর্মপরিষদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, জামায়াত নেতা ও সাংবাদিক হুমায়ুন কবির, মোঃ আরিফ, মোঃ আবু তাহের ও মনির হোসেন প্রমুখ।
রাস্তাটি সংস্কারের ফলে ঘোনপাড়ার বাসিন্দাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সংস্কার কাজ শেষে মোঃ খায়রুল হাসান সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ এবং কালিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।