ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের পাশে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে আরও বেগবান করবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতারা বলছেন দলেন আদর্শ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন। এতে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।